ওসমানীনগর প্রতিনিধি
নভেম্বর ১০, ২০২১
০১:৫৪ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ১০, ২০২১
০১:৫৪ পূর্বাহ্ন
সিলেটের ওসমানীনগরে জুয়ার আসর থেকে ৫ জনকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃতরা হলেন, আঙ্গুর মিয়া (দশহাল), কয়ছর মিয়া (সুলতানপুর), সুহেল মিয়া (সুলতানপুর), আনকার আলী (নাগের কোনা), শহিদ মিয়া (মজলিসপুর)।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৯ নভেম্বর) গভীর রাতে পুলিশ মঙ্গলচন্ডিবাজারে ডালিম মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় বাসার ২য় তলায় জুয়া খেলারত অবস্থায় উক্ত ৫ জনকে আটক করা হয়। জব্দ করা হয় জুয়া খেলার উপকরণ ৫২টি তাস ও নগদ ১৭শ টাকা।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল বণিক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে বলেন, তাদের বিরুদ্ধে ১৮৬৭ সনের জুয়া আইনে মামলা (মামলা নম্বর -০৯) দায়ের করা হয়েছে।
আরসি-১১