বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির নতুন কমিটি

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ১০, ২০২১
০৬:৩৯ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ১০, ২০২১
০৬:৩৯ পূর্বাহ্ন



বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির নতুন কমিটি

বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির নতুন কেন্দ্রীয় কমিটি গঠন হয়েছে। যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. রশিদুল আলমকে সভাপতি ও নারায়ণ সাহা মনিকে সাধারণ সম্পাদক করে ৫৩ সদস্য কমিটি ঘোষণা করা হয়।

মঙ্গলবার (৯ নভেম্বর) সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দু’দেশে জনগণের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিবিড়তর, সৌহার্দ্যপূর্ণ, জোরদার ও বহুমাত্রিক কার্যক্রম বেগবান করার লক্ষ্যে পূর্ববর্তী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় নতুন করে কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে।

সংগঠনটি সম্পর্কে বলা হয়, বাংলাদেশ ও ভারতের মৈত্রীর বন্ধন ঐতিহাসিক, অচ্ছেদ্য ও অভিন্ন। বাংলাদেশ অভ্যুদয়ের পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দ্রিরা গান্ধী দু’দেশের জনগণের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিবিড় ও জোরদার করার লক্ষ্যে বহুমুখী উদ্যোগ গ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি গঠিত হয়।

আরসি-০৩