শাবি প্রতিনিধি
নভেম্বর ১০, ২০২১
০৭:০৯ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ১০, ২০২১
০৭:০৯ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটিতে সভাপতি হিসেবে ইংরেজি বিভাগের অধ্যাপক এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায় এবং সাধারণ সম্পাদক হিসেবে আইকিউএসির অ্যাকাউন্টস অফিসার ও শাহজালাল বিশ্ববিদ্যালয় অফিসার এসোসিয়েশনের সহ-সাধারণ সম্পাদক জনাব অশোক বর্মন অসীমকে মনোনীত করা হয়েছে।
মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে সংগঠনে পক্ষ থেকে অনুষ্ঠিত সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।
সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অশোক বর্মন অসীমের সঞ্চালনায় এবং সভাপতি ড. হিমাদ্রী শেখর রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টামন্তলীর সদস্য ও এফইএস বিভাগের অধ্যাপক ড. নারায়ণ সাহা। এসময় আরো বক্তব্য রাখেন গণিত বিভাগের অধ্যাপক ড. চন্দ্রানী নাগ, এফইটি বিভাগের সহযোগী অধ্যাপক ড. অনিমেষ সরকার, গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড. হিমাদ্রী শেখর চক্রবর্তী, রেজিষ্ট্রার দপ্তরের সহকারী রেজিস্ট্রার জনাব রাজীব শী, প্রশাসনিক কর্মকর্তা জনাব অসিত চন্দ্র সূত্রধর।
এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলী জনাব বিকাশ চন্দ্র দাস, নির্বাহী প্রকৌশলী জনাব বাঁধন চন্দ্র দাস, সহকারী রেজিস্ট্রার জনাব বনেন্দ্র চন্দ্র দেব, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের সহকারী পরিচালক জনাব পূরবী চ্যাটার্জী, রেজিষ্ট্রার দপ্তরের সহকারী রেজিস্ট্রার জনাব সন্তুু রঞ্জন মল্লিক, সহকারী রেজিস্ট্রার জনাব মানসী দাস, প্রশাসনিক কর্মকর্তা কল্পনা পাল, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা জনাব চিনু মোহন দাস,সেন্টার অব এক্সেলসের প্রশাসনিক কর্মকর্তা জনাব রাসেন্দ্র চন্দ্র দাস, হিসাব দপ্তরের সহকারী পরিচালক (অডিট) জনান প্রদীপ চন্দ্র পাল, অ্যাকাউন্টস অফিসার তাপস তালুকদার, অ্যাকাউন্টস অ্যান্ড অডিট অফিসার মৃন্ময় দাস ঝুটন, এফইএস বিভাগের কর্মকর্তা জনাব প্রশান্ত কুমার দাস, জনাব সজল সাহা, রসায়ব বিভাগের কর্মকর্তা জনাব বিধান চন্দ্র দাস, সৈয়দ মুজতবা আলী হলের জনাব নান্টু রঞ্জন বিশ্বাস, সনাতনী বিদ্যার্থী সংসদের সভাপতি নিলয় চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সান্তনু চৌধুরী, শ্রীকৃষ্ণ চৈতন্য শিক্ষা ও সংস্কৃতি সংঘের সভাপতি প্রণয় চন্দ্র সরকার, সদস্য এসভিএস পার্থ দেবনাথ, রাতুল দাস, ক্ষমা রায়,অর্পা রাণী, অপু পাল, জুয়েল রায়, জয়ন্ত রায় প্রমুখ।
উল্লেখ্য, সংগঠনের পক্ষ থেকে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনয়ন করা হয়েছে। সময় স্বল্পতার কারণে মনোনীত সভাপতি ও সাধারণ সম্পাদককে উপদেষ্টামন্ডলীর পরামর্শক্রমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
এইচ এন/বি এন-০১