জৈন্তাপুর প্রতিনিধি
নভেম্বর ১০, ২০২১
০৯:১৬ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ১০, ২০২১
০৯:১৬ অপরাহ্ন
জৈন্তাপুরে বাতায়নের ৫ম বর্ষপূর্তি উৎসব ও বাতায়ন চ্যালেঞ্জ-২০২১ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ নভেম্বর) বিকাল ৩টায় দরবস্ত শাপলা টাওয়ার হল রুমে সাহিত্য সাংস্কৃতিক সংগঠন ‘নয়া যমানার রূপায়ণ’ শ্লোগানে বাতায়নের পরিচালক রাশেল মাহফুজের সভাপতিত্বে ও লুৎফুল করিম রাজ্জাকের পরিচালনায় ৫ম বর্ষপূর্তি উৎসব ও বাতায়ন চ্যালেঞ্জ-২০২১ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মো. আতিউল্লাহ।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল আহমদ।
আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, সামাজিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বাতায়নের সদস্যবৃন্দ ও বাতায়ন চ্যালেঞ্জ-২০২১ এর অংশগ্রহণকারী উর্ত্তীণ শিক্ষার্থীরা। পরে অনুষ্ঠানের অতিথিরা বাতায়ন চ্যালেঞ্জ-২০২১ এ অংশ গ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
আর কে/বি এন-০৭