হাসান নাঈম, শাবিপ্রবি
নভেম্বর ১১, ২০২১
০৪:১১ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ১৩, ২০২১
০৫:১৩ পূর্বাহ্ন
অবসরের দীর্ঘ ২ বছরেরও বেশি সময় পর ক্যাম্পাসে পা রেখেছেন প্রখ্যাত কথাসাহিত্যিক ও শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল। এরই মধ্যে করোনার প্রকোপ থাকায় প্রিয় শিক্ষকের দেখা পাননি শিক্ষার্থীরা। হঠাৎ ক্যাম্পাসে প্রিয় স্যারের দেখা পেয়ে অনেকে আবেগ প্রবণ হয়ে উঠেন, অনেকে ব্যস্ত থাকেন প্রিয় স্যারকে সেলফিতে ফ্রেম বন্দি করতে।
আজ বুধবার (১০ নভেম্বর) এমন দৃশ্য দেখা যায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।
প্রিয় স্যারকে কাছে পাওয়ার অনুভূতি ব্যক্ত করে ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী সুমাইয়া খানম বলেন, ‘ক্যাম্পাসে আসার আগে স্যারের কথাগুলো শুনতাম, বইগুলো পড়তাম। ওই সময় স্যারকে সরাসরি দেখার সুযোগ হয়নি। তাই অনেকদিন পর হলেও স্যারকে ক্যাম্পাসে পেয়ে সেলফিতে বন্দি করে রেখেছি।’
তৃতীয় বর্ষের শিক্ষার্থী তামিম হোসেন বলেন, পাবলিক বিশ্ববিদ্যালগুলোর মধ্যে শাবিপ্রবির নাম আমার পছন্দের তালিকায় সবচেয়ে উপরের স্থানে ছিলো। এর অন্যতম কারণ ছিলো ড. মুহাম্মদ জাফর ইকবাল স্যার। তাই আমি এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। তবে ভর্তির পর বেশি দিন স্যারকে ক্যাম্পাসে পাইনি। ক্যাম্পাসে স্যারকে হঠাৎ দেখতে পেয়ে অন্যরকম ভালো লাগা কাজ করছে।’
এদিন সাংবাদিকদের সাথে আলাপকালে ড. জাফর ইকবাল বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা ক্লাস রুম থেকে যা শিখতে পারে তার চেয়ে বেশি শিখতে পারে শ্রেণী কক্ষের বাইরে। তবে আজকাল শিক্ষার্থীরা ফেসবুকে বেশি ঝুকে গেছে। বইয়ের চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা বেশি সময় ব্যয় করে। তাই যত দ্রুত সম্ভব তাদেরকে এ সিস্টেম থেকে বেরিয়ে আসতে হবে।’
অবসরকালীন সময়ের কথা উল্লেখ করে জাফর ইকবাল বলেন, ‘আমার অবসরকালীন সময় ভালোই কাটছে। আমি যেহেতু লেখালেখি করি এই দিকে বেশি সময় কেটে যায়।’
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমরা চাই আমাদের শিক্ষার্থীরা পাস করে লিডারশীপ কোয়ালিটি নিয়ে বের হবে। তারা যেখানেই যাবে নেতৃত্ব দিবে। তারা যে বিষয়ে ভর্তি বা পড়াশোনা করুক না কেন, সে এখান থেকে পাস করে যোগ্যতা সম্পন্ন লিডার হয়ে বের হবেন। যদি এটি অর্জন করতে না পারে, তাহলে আমি মনে করি, সে বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন তার দায়িত্ব সঠিকভাবে পালন করেনি।’
উল্লেখ্য, ২০১৮ সালের ৩ মার্চ বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের এক অনুষ্ঠানে ড. মুহম্মদ জাফর ইকবালের উপর জঙ্গি হামলার ঘটনা ঘটে। এই হামলার ঘটনায় দায়ের করা মামলার সাক্ষ্য দিতে বুধবার সিলেটে আসেন তিনি।
আরসি-১১