সিলেটের ৪৪ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক


নভেম্বর ১১, ২০২১
০৩:৫৭ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ১১, ২০২১
০৫:২২ অপরাহ্ন



সিলেটের ৪৪ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে

দেশব্যাপী চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে সিলেটের ৪৪টি ইউনিয়নের ভোট গ্রহণ চলছে। 

আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮টা থেকে এ সব ইউনিয়নের কেন্দ্রগুলোতে শুরু হয়েছে ভোটগ্রহণ। একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। 

দ্বিতীয় ধাপে আজ সিলেট জেলার সদর উপজেলার ৪টি, বালাগঞ্জের ৬টি, কোম্পানীগঞ্জের ৫টি, সুনামগঞ্জের ছাতক উপজেলার ১০টি, দোয়ারাবাজারের ৯টি, হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জের ৫টি এবং মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৫টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। 

এ সব ইউনিয়নে সদস্য পদপ্রার্থী রয়েছেন ১৯৭ জন। আর ভোটার সংখ্যা হলো ৭ লাখ ৭০ হাজার ৯৫ জন।

এনএইচ/আরসি-০১