সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ১১, ২০২১
১১:৪৪ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ১১, ২০২১
১১:৪৪ অপরাহ্ন
দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেটের বালাগঞ্জ উপজেলায় পূর্ব পৈলনপুর ইউনিয়নে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী শিহাব উদ্দিন।
নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা না করলে স্থানীয় সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
আজ বৃহস্পতিবার (১১ অক্টোবর) সিলেট বিভাগের চার জেলার ৪৪টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সিলেট জেলার সদর উপজেলার ৪টি, বালাগঞ্জের ৬টি, কোম্পানীগঞ্জের ৫টি, সুনামগঞ্জের ছাতক উপজেলার ১০টি, দোয়ারাবাজারের ৯টি, হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জের ৫টি এবং মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৫টি ইউনিয়নে অনুষ্ঠিত হয় টানা ভোটগ্রহণ।
এএফ/০২