সিলেট সদরে আ.লীগ ২, একটি করে জামায়াত ও খেলাফত প্রার্থীর জয়

নিজস্ব প্রতিবেদক


নভেম্বর ১২, ২০২১
০১:১৮ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ১২, ২০২১
০২:০৮ পূর্বাহ্ন



সিলেট সদরে আ.লীগ ২, একটি করে জামায়াত ও খেলাফত প্রার্থীর জয়

দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষে চলছে ভোট গণনা। সিলেট সদর উপজেলার চারটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গণনা ইতোমধ্যে শেষ হয়েছে। এতে দুটি ইউনিয়নে আওয়ামী লীগ ও একটি করে বাকি দুই ইউনিয়নে জামায়াত ও জমিয়তের প্রার্থী বিজয়ী হয়েছেন। 

আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় ঘোষিত ফলাফলে তাদের বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। 

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ওবায়দুল্লাহ ইছহাক ও মোগলগাঁও ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিরণ মিয়া বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। এছাড়া কান্দিরগাঁও ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী (জামায়াত নেতা) প্রার্থী আব্দুল মনাফ ও হাটখোলা ইউনিয়নে খেলাফত মজলিস নেতা মাওলানা রফিকুজ্জামান বিজয়ী হয়েছেন।

আরসি-১৩