বড়লেখায় ২ চেয়ারম্যান প্রার্থীসহ ৫ জনের মনোনয়ন প্রত্যাহার

বড়লেখা প্রতিনিধি


নভেম্বর ১২, ২০২১
০১:৩৬ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ১২, ২০২১
০১:৩৬ পূর্বাহ্ন



বড়লেখায় ২ চেয়ারম্যান প্রার্থীসহ ৫ জনের মনোনয়ন প্রত্যাহার

মৌলভীবাজারের বড়লেখায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র ২ চেয়ারম্যান প্রার্থী ও ৩ সাধারণ সদস্য প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে এসব প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে তালিমপুর ইউনিয়নের স্বতন্ত্র (বিএনপি) প্রার্থী দেলোয়ার হোসেন, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মাসুম আহমদ এবং সাধারণ সদস্য পদে উত্তর শাহবাজপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী আমির আলী, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী সায়দুল হক, দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী রফিক আহমদ মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২ নভেম্বর উপজেলার ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৬ জন ও সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্য পদে ৪৫৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। গত ৪ নভেম্বর যাচাই-বাছাইকালে বিভিন্ন ত্রুটির কারণে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের রিটার্নিং কর্মকর্তা ৩ চেয়ারম্যান প্রার্থী ও ৫ সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করলেও আপিলে ২ চেয়ারম্যান ও ৩ সদস্য প্রার্থী তাদের প্রার্থীতা ফিরে পান।

বড়লেখা উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বৃহ¯পতিবার সন্ধ্যায় দৈনিক সিলেট মিররকে বলেন, স্বতন্ত্র দুই চেয়ারম্যান প্রার্থী ও তিন সাধারণ সদস্য প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর বড়লেখার ১০ ইউনিয়নের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান।

এজেএল/আরসি-১৪