কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নভেম্বর ১২, ২০২১
০২:০২ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ১২, ২০২১
০২:০২ পূর্বাহ্ন
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে আলোচিত সেই ‘শিবির নেতা’ ইকবাল হোসেন ইমাদ নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) উপজেলার দক্ষিণ রণিখাই ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গণনা শেষে তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।
আওয়ামী লীগ ইকবাল হোসেন ইমাদকে নৌকার প্রার্থী ঘোষণার পর সিলেটজুড়ে তোলপাড় শুরু হয়েছিলো। তাঁকে সাবেক শিবির নেতা হিসেবে প্রমাণ করতে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের একটি পক্ষ। কিন্তু তাঁর প্রার্থীতা বাতিল করেনি আওয়ামী লীগ। শেষ পর্যন্ত তিনি আওয়ামী লীগের মনোনয়নে ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
দ্বিতীয় ধাপে ইউনিয়ন নির্বাচনের তফসিল ঘোষণার পর সিলেটের ইউনিয়নগুলোতে প্রার্থী চূড়ান্ত করে আওয়ামী লীগ। নাম ঘোষণার পরপরই কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রণিখাই ইউনিয়নের নৌকার প্রার্থী নিয়ে সিলেটজুড়ে শুরু হয় আলোচনা-সমালোচনার ঝড়।
এ ইউনিয়নে কোম্পানীগঞ্জ থানা ছাত্র শিবিরের সাবেক তুখোড় নেতা ইকবাল হোসেন ইমাদকে নৌকার প্রার্থী চূড়ান্ত করা হয়। এ ক্ষেত্রে ইউনিয়ন, উপজেলা ও জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দকে ইকবাল ‘ম্যানেজ’ করে নৌকা প্রতীক বাগিয়ে নেন বলে দলটির বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ অভিযোগ তুলেন।
এ বিষয়ে গত ১৪ অক্টোবর সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বিস্তর প্রমাণ উপস্থাপন করলেন দক্ষিণ রণিখাই ইউনিয়ন আওয়ামী লীগের তৃণমূল নেতৃবৃন্দ। তবে সবকিছু ছাপিয়ে বৃহস্পতিবার নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হলেন ইমাদ।
আরসি-১৬