সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ১২, ২০২১
০৪:৩৩ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ১২, ২০২১
০৪:৩৩ অপরাহ্ন
রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মিয়াকে নিজ বাড়ির সামনে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন।
তিনি জানান, বৃহস্পতিবার রাতে বানীবহ বাজার থেকে বাড়ি ফিরছিলেন লতিফ মিয়া। পথে গতি রোধ করে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। পরে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় লতিফ মিয়াকে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সেটা এখনও জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে চিরুনি অভিযান চালানো হবে। দ্রুত ঘটনার কারণ উদঘাটন করা হবে।
ময়নাতদন্তের জন্য মরদেহ রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।
আরসি-০৪