সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ১২, ২০২১
০৮:৪৭ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ১২, ২০২১
০৮:৪৭ অপরাহ্ন
চট্টগ্রামের বাঁশখালীতে একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ নভেম্বর) সকালে উপজেলার চাম্বল ইউনিয়নের জঙ্গল চাম্বল এলাকায় ধানক্ষেতে এ ঘটনা ঘটে।
বাঁশখালীর জলদী বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের কর্মকর্তা আনিসুজ্জামান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হাতিটির মৃত্যুর কারণ কারণ জানতে ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের শেষে বিস্তারিত জানা যাবে।
তিনি আরও বলেন, ভেটেনারির একটি দল ঘটনাস্থলে গেছে। তারা তদন্ত করে দেখছে, হাতিটির কীভাবে মৃত্যু হয়েছে। তদন্ত শেষে হাতিটি মাটি চাপা দেওয়া হবে। হাতিটির বয়স আনুমানিক ৫০ হবে। শরীরে কোন আঘাতের চিহ্ন নেই।
এর আগে শনিবার (৬ নভেম্বর) সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের মইত্তাতলী বিলের ধানক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি হাতির মৃত্যু হয়েছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছিল, হাতির আক্রমণ থেকে বাঁচাতে ধানক্ষেতের চারদিক কৃষকরা বিদ্যুতায়ন করে রাখেন। খাবারের খোঁজে লোকালয়ে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতিটি মারা গেছে।
বি এন-০৩