শাবি প্রতিনিধি
নভেম্বর ১২, ২০২১
১০:৪৩ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ১২, ২০২১
১০:৪৩ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আধুনিক ভাষা ইনস্টিটিউট (আইএমএল) এর সাথে ঢাকার ফরাসি ভাষা ও সাংস্কৃতিক সেন্টার আলিয়ঁস ফ্রঁসেজের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ নভেম্বর) বিকালে আইএমএলের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, গত মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শাবিপ্রবির আধুনিক ভাষা ইনস্টিটিউটকে সহযোগিতা করার আশ্বাস দেন ফরাসি ভাষা ও সাংস্কৃতিক সেন্টার আলিয়ঁস ফ্রঁসেজের পরিচালক ফ্রঁসোয়া গ্রোজঅ এবং আলিয়ঁস ফ্রঁসেজের সমন্বয়ক মোহম্মদ লুৎফর রহমান।
এসময় শাবিপ্রবির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক দিলারা রহমান, ইন্সটিটিউট অব মডার্ন ল্যাঙ্গুয়েজেসের পরিচালক অধ্যাপক ড. মোহম্মদ আলমগীর তৈমূর এবং ইনস্টিটিউটের ফরাসি ভাষার সহকারী অধ্যাপক মো. রিয়াদুল ইসলাম উপস্থিত ছিলেন।
সভায় শাবিপ্রবির আইএমএল ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা যদি ফ্রান্সে পড়াশোনা করার উদ্দেশ্যে যেতে চায় তাদেরকে ক্যাম্পাস ফ্রান্সের মাধ্যমে বিভিন্ন তথ্য দেওয়া, আইএমএলের ফরাসি ভাষার শিক্ষার্থীসহ আলিয়ঁস ফ্রসেজের অভ্যন্তরীণ শিক্ষার্থীদের পরীক্ষার ফিতে ফরাসি ভাষার দক্ষতার পরীক্ষা DELF A1 ও DELF A2 দেয়ার এবং বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ তৈরি করা ও নিয়মিতভাবে শিক্ষা উপকরণ দেওয়াসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
এসময় শাবিপ্রবির ফরাসি ভাষার সহকারী অধ্যাপক মো. রিয়াদুল ইসলাম বলেন, "শাবিপ্রবির আইএমএলে ফরাসি কোর্সের শুরু থেকেই বিভিন্ন ধরনের মূল্যবান কোর্স ম্যাটেরিয়ালস দিয়ে সহযোগিতা করে আসছে ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজ। পাশাপাশি এবার তারা সিলেটের বাতিঘরের সাথেও কিছু কোলাবোরেশনে যাচ্ছে। ফলে সেখানকার ফ্রেঞ্চ কর্নার থেকে শিক্ষার্থীরা ফরাসি অনুবাদ ও অরিজিনাল বই কিনতে পারবে।"
তিনি আরো বলেন, "রাইজসহ বেশ কয়েকটি ইংরেজি মাধ্যম স্কুল ফরাসি কোর্স চালু করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে তারা। এতে ডিপ্লোমা পাশ করা শিক্ষার্থীরা সেখানে শিক্ষকতা করার সুযোগ পাবে।"
এদিকে আইএমএলের প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন কোর্স ম্যাটেরিয়ালস্ এবং শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য ধন্যবাদ জ্ঞাপন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান শাবিপ্রবির ইন্সটিটিউট অব মডার্ন ল্যাঙ্গুয়েজের পরিচালক ড. মোহম্মদ আলমগীর তৈমূর।
পরে ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজ থেকে আগত নেতৃবৃন্দ শাবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাত করেন। এসময় কোষাধ্যক্ষ তাদেরকে বিভিন্ন সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।
এইচ এন/বি এন-০৮