সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ১৩, ২০২১
০১:৪১ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ১৩, ২০২১
০১:৪১ পূর্বাহ্ন
সিলেট বিভাগে বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যে বিনিয়োগ বৃদ্ধিকরণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেট উইমেন চেম্বারের আয়োজিত বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ সিলেট বিভাগীয় কার্যালয়ের সহযোগিতায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সিলেট উইমেন চেম্বারের সভাপতিত্বে স্বর্ণলতা রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক জুলিয়া জেসমিন মিলি, বিশেষ অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের পরিচালক মুয়াম্মির হোসেন চৌধুরী, সাংবাদিক শাহ দিদারুল আলম চৌধুরী নবেল।
উইমেন চেম্বারের সহ-সভাপতি লুবানা ইয়াসমিনের সঞ্চালনায় বিনিযোগ উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম সংক্রান্ত সার্বিক বিষয়ে প্রেজেনটেশন প্রদান করেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ সিলেট বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক সমীর বিশ্বাস।
সভায় বক্তারা বলেন, ‘বাংলাদেশের উন্নয়নের গতিধারা অব্যাহত রাখতে বিনিয়োগের কোনো বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রী নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে ও সব ক্ষেত্রে নারীর অবস্থান সুনিশ্চিতকরণে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রদান করছেন।’
তাই সিলেটের নারী উদ্যোক্তাদের আরও বেশি কর্ম উদ্যোগী হওয়া সর্বোপরি বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সহযোগিতা নিয়ে উৎপাদনমুখী শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানান তারা।
উইমেন চেম্বারের পরিচালক রাবেয়া আক্তার রিয়া, ওয়াহিদা আখলাক, তাসমিন আক্তার, নাসরিন বেগম, সদস্য নাসিমা বেগ, আম্বিয়া খাতুন, জান্নাতুল ফেরদৌস, রেশমা, শিউলি বেগম, স্বপ্না বেগম, সালসাবিল মাহবুব কান্তাসহ অর্ধশতাধিক নারী উদ্যোক্তা মতবিনিময় অংশগ্রহন করেন।
আরসি-১০