সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ১৩, ২০২১
০২:১৩ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ১৩, ২০২১
০২:১৩ পূর্বাহ্ন
গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বর্ষিয়ান রাজনীতিবিদ অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১২ নভেম্বর) বাদ আছর গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গোলাপগঞ্জ বাজার জামে মসজিদে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে দোয়া পরিচালনা করেন হাফিজ মওলানা জমিল আহমদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক রফিক আহমদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিক আহমদ মাখন, জিল্লুর রহমান, জহির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু, দেলোয়ার হোসেন চুন্নু, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম চৌধুরী রিপন, দপ্তর সম্পাদক নাজিমুল হক লস্কর, সহ-দপ্তর সম্পাদক হোসেন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল কাশেম সেবুল, ফরিদ উদ্দিন ইরান, আব্দুল মালিক জানু, তমিজ উদ্দিন, কামাল উদ্দিন, পৌর আওয়ামী লীগ নেতা আরিফ চৌধুরী, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফয়জুল ইসলাম ফয়ছল, যুবলীগ নেতা আসাদ উদ্দিন, নাদিম মাহমুদ শিপলু, ইসতিয়াক আহমদ সুমন প্রমুখ ।
আরসি-১৩