শীতের আগে বৃষ্টির আভাস

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ১৩, ২০২১
০২:৫৫ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ১৩, ২০২১
০২:৫৫ পূর্বাহ্ন



শীতের আগে বৃষ্টির আভাস

দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে থাকা নিম্নচাপটি লঘুচাপে পরিণত হয়ে ভারতের তামিলনাড়ুর দিকে চলে গেছে। এই লঘুচাপের প্রভাব বাংলাদেশে আর থাকছে না।

তবে আগামী দুই দিন ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। আজ শুক্রবার (১২ নভেম্বর) সন্ধ্যায় আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানা যায়।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি দুর্বল হয়ে উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে সুস্পষ্ট লঘুচাপ পরিণত হয়েছে। এটি এখন ভারতের তামিলনাড়ু ও এর আশেপাশের এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং দুর্বল হয়ে যেতে পারে।

আবহাওয়াবিদ ওমর ফারুখ বলেন, ‘দেশের নদী ও সমুদ্র এলাকায় এখন কোনো ধরনের সতর্কতা সংকেত নেই। দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।’

আরসি-১৭