সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ১৩, ২০২১
০৫:০৮ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ১৩, ২০২১
০৫:০৮ অপরাহ্ন
স্কটল্যান্ডের গ্লাসগোতে কনফারেন্স অব পার্টিজের (কপ) ২৬তম সম্মেলন বাড়তি সময়ে গড়াল। সম্মেলনের নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ধনী দেশগুলো কোন চুক্তিতে পৌঁছাতে পারেনি। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি রোধ এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় দরিদ্র দেশগুলোকে আর্থিক সহায়তা বাড়ানোর বিষয়ে চুক্তি চূড়ান্ত না হওয়ায় বাড়তি সময়ে গড়াল আন্তর্জাতিক এ সম্মেলন।
শুক্রবার (১২ নভেম্বর) শেষ হয়ে যাওয়ার কথা থাকলেও শনিবারও আলোচনা, দরকষাকষি করতে একসাথে বসতে হচ্ছে সমঝোতাকারীদের।
আজ শনিবার (১৩ নভেম্বর) স্থানীয় সময় বিকালে সম্মেলনের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণে আনুষ্ঠানিক অধিবেশন বলে জানিয়েছেন কপ২৬ এর প্রেসিডেন্ট অলোক শর্মা।
এর আগে ২০০৯ সালে উন্নত দেশগুলো ২০২০ সালের মধ্যে দরিদ্র দেশগুলোর সহযোগিতায় জলবায়ু তহবিলে বছরে ১০০ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিলেও শেষ পর্যন্ত তারা তাদের কথা রাখতে পারেনি।
বিবিসির খবরে বলা হয়, সম্মেলনের শেষ দিনে কয়লা ও অন্যান্য জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি প্রসঙ্গ এবং দরিদ্র দেশগুলোকে কী পরিমাণ অর্থ দেওয়া হবে তা-ই প্রাধান্য পাবে আলোচনায়।
এদিকে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় ভয়াবহ ঝুঁকির মুখে পড়েছে ছোট ছোট দ্বীপ রাষ্ট্রগুলো। দ্রুতগতিতে তাদের ভূখণ্ড অদৃশ্য হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন দেশগুলোর দূতরা।
আরসি-০২