জৈন্তাপুর প্রতিনিধি
নভেম্বর ১৩, ২০২১
০৭:৪৭ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ১৩, ২০২১
০৮:১২ অপরাহ্ন
সিলেটের জৈন্তাপুরে ‘স্মার্টফোনে আসক্তি; পড়াশোনার ক্ষতি’ প্রতিপাদ্য নিয়ে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন জৈন্তাপুরের আয়োজনে ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় জৈন্তাপুর উপজেলা মিলনায়তনে ২দিন ব্যাপি এ প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত আজমেরী হকের সভাপতিত্বে বিজ্ঞান প্রযুক্তি সপ্তহের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ।
আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে আগত শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের পূর্বে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
আর কে/বি এন-০২