জৈন্তাপুর প্রতিনিধি
নভেম্বর ১৪, ২০২১
০৬:১৯ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ১৪, ২০২১
০৬:১৯ পূর্বাহ্ন
সিলেটের উত্তর-পূর্ব পর্যটন উপজেলার জৈন্তাপুরের স্বাধীন সাংবাদিকতার একমাত্র প্রতিষ্ঠান জৈন্তাপুর প্রেসক্লাব। প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে-২০২১ এ সভাপতি নূরুল ও সাধারণ সম্পাদক হানিফ নির্বাচিত।
শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭টায় জৈন্তাপুর প্রেসক্লাব হলরুমে সব সদস্যদের উপস্থিতিতে প্রথম অধিবেশনে সাধারণ সভার মাধ্যমে নির্বাচন পরিচালনা কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর হয়।
দ্বিতীয় অধিবেশনে নির্বাচন কমিশনার আলতাফুর রহমানের সভাপতিত্বে ও ইলিয়াছ উদ্দিন লিপু এবং হানিফ মোহাম্মদ এর-যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসাবে জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিকলীগের সভাপতি ফারুক আহমদ, নিজপাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান বাবুল, সমাজসেবী মো. হায়দার আলী, হানিফ আহমদ, ইমরান হোসেন বিল্লাল, জৈন্তাপুর ষ্টেশন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, নিজপাট ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য হুমায়ুন কবির খাঁন, সুমন আহমদ প্রমুখ।
প্রেসক্লাবের সকল সদস্যদের উস্থিতিতে ভোট গ্রহনের মাধ্যমে বিপুল ভোটে সভাপতি পদে দৈনিক সিলেটের ডাক পত্রিকার জৈন্তাপুর প্রতিনিধি মো. নূরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক উত্তরপূর্ব জৈন্তাপুর প্রতিনিধি আবুল হোসেন মো. হানিফ নির্বাচিত হন। নতুন কমিটির প্রথম সাধারণ সভায় প্রেসক্লাবের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করবে।
আরকেএস/আরসি-০২