ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
নভেম্বর ১৪, ২০২১
০৬:৪৯ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ১৪, ২০২১
০৬:৪৯ পূর্বাহ্ন
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফেঞ্চুগঞ্জে এবার পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৯০৩। উপজেলার মোট তিনটি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
করোনা সংক্রমনের জন্য এবার নতুন নিয়মে তিন ঘন্টার পরীক্ষা দেড় ঘন্টায় অনুষ্ঠিত হবে। শুধুমাত্র বিভাগ ভিত্তিক তিনটি বিষয়ে পরীক্ষা দেবে শিক্ষার্থীরা। যা শিক্ষার্থীসহ সবার কাছে নতুন মনে হবে।
উপজেলার সেন্টারগুলোর মধ্যে স্কুলে প্রধান কেন্দ্র হিসবে কাসিম আলী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ও সাব সেন্টার হিসেবে থাকবে ফরিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে ১ হাজার ৫৩৩ পরীক্ষার্থী অংশ নিবে।
ফেঞ্চুগঞ্জ মোহাম্মদীয়া কামিল মাদ্রাসা থেকে অংশ নিবে ৩৭০ জন পরীক্ষার্থী। নির্দেশনা মোতাবেক ছাত্র ছাত্রীদের পরীক্ষার আধা ঘন্টা আগে প্রবেশ করতে হবে।
ফেঞ্চুগঞ্জ মাদ্রাসা পরীক্ষার কেন্দ্র সচিব ফেঞ্চুগঞ্জ মোহাম্মদীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন আতাহার বলেন, আমরা বোর্ডের নির্দেশনা মোতাবেক যেভাবে বলা আছে সেভাবে পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন করেছি।
কাসিম আলী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (কেন্দ্র সচিব) মো. আহাদুজ্জামন সঙ্গে আলাপ কালে তিনি বলেন, পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন করেছি। সব বিধিনিষেধ মেনে নির্দেশনা মোতাবেক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আরসি-০৩