সিলেটে শুরু এসএসসি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক


নভেম্বর ১৪, ২০২১
০৫:৩৭ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ১৪, ২০২১
০৫:৩৭ অপরাহ্ন



সিলেটে শুরু এসএসসি পরীক্ষা

শঙ্কা আর উদ্বেগ কাটিয়ে আজ রবিবার (১৪ নভেম্বর) থেকে শুরু হয়েছে এসএসি পরীক্ষা।

সকালে সিলেট নগরের অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করছে শিক্ষার্থীরা। সবার মুখেই মাস্ক। প্রতি বেঞ্চে দুজন করে পরীক্ষার্থী বসানো হয়েছে।

এ বছর সিলেট বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিচ্ছে এক লাখ ২১ হাজার ১৩১ জন পরীক্ষার্থী। এরমধ্যে ছাত্র ৫৩ হাজার ৯৪০ জন এবং ছাত্রী ৬৭ হাজার ১৯১ জন।

সিলেবাস ও সময়সীমায় কাটছাট হলেও পরীক্ষায় বসতে পেরে খুশি শিক্ষার্থীরা।

অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগম বলেন, এই পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে আমরা পরীক্ষা গ্রহণের সব প্রস্তুতি নিয়েছি। কেন্দ্রে হাত ধোয়ার ব্যবস্থা এবং মাস্ক রাখা হয়েছে। তাছাড়া বিভাগওয়ারী আলাদা আলাদা সময়ে পরীক্ষা হওয়ায় পরীক্ষার্থীদের চাপও এবার কম থাকবে।

তিনি বলেন, এবারের পরীক্ষা নিয়ে শঙ্কা থাকলেও সরকারের উদ্যোগের কারণে সুন্দর পরিবেশেই পরীক্ষা শুরু হয়েছে।

গত বছরের তুলনায় এবার সিলেটে পরিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৪ হাজার ৭৬১ জন। এর মধ্যে ছাত্র সংখ্যাই বেড়েছে ৩ হাজার ৯৮৭ জন এবং ছাত্রী সংখ্যা ৭৭৪ জন।  

গত বছর (২০২০ সাল) এসএসসিতে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ১৬ হাজার ৩৭০ জন। তন্মধ্যে ছেলে ৪৯ হাজার ৯৫৩ জন এবং মেয়ে ছিল ৬৬ হাজার ৪১৭ জন। তবে করোনার কারণে গত বছর পরীক্ষা হয়নি।  

সিলেট বোর্ডের অধীনে এবার ৯১৯টি শিক্ষা প্রতিষ্ঠানের এক লাখ ২১ হাজার ১৩১ জন পরীক্ষার্থী এবার ১৪৬ কেন্দ্রে বসবেন।

আরসি-০৬