জৈন্তাপুর প্রতিনিধি
নভেম্বর ১৪, ২০২১
০৭:৪২ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ১৪, ২০২১
০৭:৫৭ অপরাহ্ন
সারাদেশের ন্যায় সিলেটের জৈন্তাপুরে ৪টি কেন্দ্রে ১হাজার ৭শত ৬জনপরীক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ গ্রহণ করেছে।
মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জৈন্তাপুর উপজেলার ৪টি কেন্দ্র হতে এসএসসি ও দাখিল পরীক্ষায় ১হাজার ৭শত ৬জন পরীক্ষার্থী অংশ নিয়েছে।
জৈন্তাপুর সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে হতে ৭শত ৫৪জন পরীক্ষার্থী অংশ নিয়েছে তার মধ্যে ছাত্র ৩৪০জন এবং ছাত্রী ৪১৪জন।
হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্র হতে ৬শত ১জন পরীক্ষার্থী অংশ নিয়েছে তার মধ্যে ছাত্র ৩১৯জন এবং ছাত্রী ২৮২জন।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে জৈন্তা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা কেন্দ্রে হতে ১শত ৫৮জন পরীক্ষার্থী অংশ নিয়েছে তার মধ্যে ছাত্র ৯৪জন এবং ছাত্রী ৬৪জন এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বিগ্রেডিয়ার মজুমদার বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে হতে ১শত ৯৩জন পরীক্ষার্থী অংশ নিয়েছে তার মধ্যে ছাত্র ১৫৯জন এবং ছাত্রী ৩৪জন অংশ গ্রহন করেছে।
এদিকে পরীক্ষা শুরুর পর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূসরাত আজমেরী হক, সহকারি কমিশনার (ভূমি) ফারুক হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান হোসেন কেন্দ্র পরিদর্শন করেন।
আর কে/বি এন-০৪