জুড়ী প্রতিনিধি
নভেম্বর ১৪, ২০২১
০৮:২৬ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ১৪, ২০২১
০৮:২৭ অপরাহ্ন
মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৫ টি ইউপি সহ দেশের ৮৪৮ টি ইউপি নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে ১১ নভেম্বর। স্থানীয় সরকারের অধীনে দ্বিতীয় ধাপের এ নির্বাচনে উপজেলার ৫টি ইউপিতে অনুষ্টিত হয় এই ইউনিয়ন পরিষদ নির্বাচন।
দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে জুড়ী উপজেলায় তরুণ দুই চেয়ারম্যান ২নম্বর পূর্বজুড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে রুয়েল উদ্দিন, ও ৮ নম্বর গোয়ালবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে মো. আব্দুল কাইয়ুম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
প্রাপ্ত ফলাফলে পূর্বজুড়ী ইউনিয়নে রুয়েল উদ্দিন ঘোড়া প্রতীক নিয়ে ৪৭৫৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের সালেহ উদ্দিন আহমদ পেয়েছেন ৩০৮৮ ভোট, নৌকা প্রতীকের আব্দুল কাদির ১৫৪১ ভোট ও মো. জাবের উদ্দিন মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ১২০ ভোট।
দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মো. আব্দুল কাইয়ুম।
গোয়ালবাড়ী ইউনিয়নে মো. আব্দুল কাইয়ুম ঘোড়া প্রতীক নিয়ে ৫৪৭১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের শাহাব উদ্দিন আহমদ পেয়েছেন ৩৫০৩ ভোট, মো. মোশতাক খান চশমা প্রতীক নিয়ে পান ১৩৯৯ ভোট, মো. সবুজ মিয়া ঢোল প্রতীক নিয়ে পান ৯৫৬ ভোট, সোহেল আহমদ রজনীগন্ধা প্রতীক নিয়ে পান ৫৫ ভোট ও ওয়াছির উদ্দিন আনারস প্রতীক নিয়ে পান ৪৩ ভোট।
বিষয়টি নিশ্চিত করেছেন জুড়ী উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা হাফিজুর রহমান।
এইচ আর/বি এন-০৫