ওসমানীনগর থেকে যুবক নিখোঁজ

ওসমানীনগর প্রতিনিধি


নভেম্বর ১৫, ২০২১
০৭:৪৪ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ১৫, ২০২১
০৭:৪৪ পূর্বাহ্ন



ওসমানীনগর থেকে যুবক নিখোঁজ

সিলেটের ওসমানীনগর থেকে মো. মাহবুবুর রহমান মামুন (২১) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। শনিবার (১৩ নভেম্বর) সকাল থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ মানুনের বাড়ি বালাগঞ্জ উপজেলার রুপাপুর গ্রামে। তাঁর বাবার নাম মো. মিজানুর রহমান। মামুন দীর্ঘ ৩ বছর যাবত গোয়ালাবাজারস্থ ম.: আবুল বাসারের লাভলী বেকারীতে কাজ করে আসছিলেন।

মামুনের পিতা মাহবুবুর রহমান জানান, শনিবার সকাল বেকারিতে কাজে গিয়ে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বাড়ি ফিরেনি সে। মুঠোফোনে যোগাযোগ করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। ছেলে বাড়িতে ফিরে না আসলে অনেক খোঁজাখুঁজি করেও পরিবারের সদস্যরা তার কোর সন্ধান পায়নি। সকালে বাড়ি থেকে বের হওয়ার সময় তার পরনে ছিল কালো প্যান্ট, সাদা গেঞ্জি।

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিক জানান, এ বিষয়ে থানায় একটা জিডি করা হয়েছে।

তার সন্ধান পেলে (০১৭১০৯০৪৬৭২) এই মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানান তিনি।

ইউডি/আরসি-০৪