শাবি প্রতিনিধি
নভেম্বর ১৫, ২০২১
০৬:১৯ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ১৫, ২০২১
০৬:১৯ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন 'কিন' এর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই উপলক্ষে 'শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ কর্মসূচি-২০২১' এর আয়োজন করতে চলেছে সংগঠনটি।
সোমবার (১৫ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন সংগঠনের সেক্রেটারি অফ ওয়েব মো. সালমান আসাদ্দু।
তিনি বলেন, শীতের দিনে শীতবস্ত্র ও গরম কাপড়ের অভাবে দুঃখ-কষ্টে শীতার্ত মানুষের দিন কাটে। প্রতিবছর পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে শিশু-বৃদ্ধসহ সকল বয়সের মানুষেরা বিভিন্ন ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়। এমনকি মৃত্যুও বরণ করে। তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে কিন আয়োজন করতে চলেছে 'KIN শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ কর্মসূচি ২০২১'। শীতার্ত মানুষের সাহায্য ও সেবার মাধ্যমে উষ্ণতা ছড়িয়ে দেয়াই এ কর্মসূচির মূল লক্ষ্য।’
তিনি আরো বলেন, ‘কিন’ এর পাঁচটি উইংস এর মধ্যে অন্যতম হচ্ছে শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ কর্মসূচি। কিন সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষ এবং 'কিন স্কুল'-এর শিক্ষার্থীদের মাঝে প্রতি বছর শীতবস্ত্র বিতরণ করে থাকে। আর্থিক সাহায্য ও শীতবস্ত্র সংগ্রহ করে বিতরণসহ প্রতিটি কাজ নিষ্ঠার সাথে পালন করে কিনের সদস্যরা।
"আত্মার কাছে দায়বদ্ধতায় হাতে রাখি হাত"- প্রতিপাদ্য ধারণ করে মানবতার লক্ষ্যে কাজ করে থাকা সংগঠন 'কিন' এর "শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ কর্মসূচি'২০২১" এর প্রতিটি শুভাকাঙ্ক্ষীদের সাদরে আমন্ত্রন। আর্থিক সহযোগিতার মাধ্যমেও যে কেউ এগিয়ে আসতে পারবেন।
আর্থিক সহায়তা নিম্নোক্ত নগদ, বিকাশ, রকেট এবং ডিবিবিএল নাম্বারে পাঠানো যাবে।
নগদ(পারসোনাল) : 01868675185
বিকাশ(পারসোনাল) : 01680904021
রকেট(পারসোনাল) : 014056605268
ডিবিবিএল(A/C) : AROVIN AL NAYEM 2011050012175
এইচ এন/বি এন-০১