বড়লেখা প্রতিনিধি
নভেম্বর ১৫, ২০২১
০৮:৫১ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ১৫, ২০২১
০৮:৫১ পূর্বাহ্ন
‘খাদ্যের কথা ভাবলে; পুষ্টির কথা ভাবুন’ এ স্লোগানে মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা হয়েছে।
সোমবার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি এই সভার আয়োজন করে। এতে সহযোগিতা করে বেসরকারি সংস্থা সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) সূচনা।
সভায় সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী। এতে সূচনার পুষ্টি কর্মকর্তা আল-আমিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সূচনার উপজেলা সমন্বয়কারী সৈয়দ আব্দুস সামাদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, কৃষি কর্মকর্তা দেবল সরকার, বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার, প্রেসক্লাবের সভাপতি অসিত রঞ্জন দাস, সাংবাদিক আব্দুর রব।
এ সময় সাংবাদিক তপন কুমার দাস ও এ. জে লাভলু, মৎস্য অধিদপ্তরের প্রতিনিধি মো. এস্তাগফার, সূচনার জিসিডিও অসীম চন্দ্র, পর্যবেক্ষণ কর্মকর্তা তৌহিদ কামাল তাপস, ইউনিয়ন সমন্বয়কারী নিজাম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
এ জে/বি এন-০৯