জৈন্তাপুরে ঐহিত্যবাহী মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

জৈন্তাপুর প্রতিনিধি


নভেম্বর ১৫, ২০২১
১০:১৩ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ১৫, ২০২১
১০:১৩ অপরাহ্ন



জৈন্তাপুরে ঐহিত্যবাহী মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

জৈন্তাপুর উপজেলার ঐহিত্যবাহী চুনাহাটি জামে মসজিদের পূর্ণ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

জৈন্তাপুর উপজেলার অন্যতম ও বহুল পরিচিত সিলেট তামাবিল মহাসড়কের পাশে অবস্থিত প্রাচীন জামে মসজিদটি পূর্ণ নির্মাণের লক্ষ্যে সোমবার (১৫ নভেম্বর) বিকাল ২টায় আনুষ্ঠানিক ভাবে দোয়া মাহফিলের মাধ্যমে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। 

ভিত্তিপ্রস্তর ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উত্তরপূর্ব সিলেটের প্রখ্যাত আলিম আল্লামা মোহাম্মদ বিন ইদ্রিস (লক্ষীপুরি হুজুর) উপস্থিত ছিলেন চুনাহাটি জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা আব্দুল হামিদ, ১৭ চুনাহাঁটি মহল্লার মুরব্বিয়ান, সামাজিক, রাজনীতিক ব্যক্তিবর্গ উপস্থিতিতে ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

উদ্বোধন শেষে আল্লামা মোহাম্মদ বিন ইদ্রিস মোনাজাত করেন। 

আর কে/বি এন-১০