সিসিকের অভিযানে ২৮ মামলা, ৬৩ হাজার টাকা জরিমানা

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ১৬, ২০২১
০১:৩৬ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ১৬, ২০২১
০২:১৫ পূর্বাহ্ন



সিসিকের অভিযানে ২৮ মামলা, ৬৩ হাজার টাকা জরিমানা

বন‍্যপ্রাণী সংরক্ষণ আইন, সড়ক পরিবহন আইন ২০১৮, অবৈধ পার্কিং, রাস্তা দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনাসহ বিভিন্ন অপরাধে ২৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এসময় তাদের জরিমানা করেছেন সিলেট সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।  

আজ সোমবার (১৫ নভেম্বর) সিলেট মহানগরের সুরমা পয়েন্ট, বন্দরবাজার, তালতলা, লামাবাজার, রিকাবীবাজার, নাইওরপুল সহ নগরের বিভিন্ন এলাকায় সিলেট সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুনন্দা রায় যৌথভাবে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

সিসিকের ভ্রাম্যামান আদালতে নাইয়রপুল এলাকায় বেআইনিভাবে বন‍্যপ্রানী বিক্রির অপরাধে কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা এবং জরিমানা করেন। এছাড়া সড়ক পরিবহন আইন ২০১৮, অবৈধ গাড়ি পার্কি, বেআইনিভাবে রাস্তা দখল করে ট্রেড লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনার অপরাধে মোট ২৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়। অভিযুক্তদের কাছ থেকে ৬৩ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত।

অভিযানে ৩টি নোহা, ১২ টি মোটরসাইকেল সহ ৩ ট্রাক মালামাল জব্দ করা হয়।

অভিযানকালে পরিবেশকর্মীগণ, সিলেট সিটি করপোরেশনের রাজস্ব, লাইসেন্স, সিসিকের বিভিন্ন বিভাগ ও শাখার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীসহ সিলেট মহানগর পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

আরসি-১০