জকিগঞ্জে দিনমজুরের পরিবারকে সমাজচুত্য

জকিগঞ্জ প্রতিনিধি


নভেম্বর ১৬, ২০২১
০২:১৪ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ১৬, ২০২১
০২:১৪ পূর্বাহ্ন



জকিগঞ্জে দিনমজুরের পরিবারকে সমাজচুত্য
পুলিশের কাছে অভিযোগ

জকিগঞ্জে সমাজপতিদের রোষে একটি পরিবারকে ‘সমাজচুত্য’ (একঘরে) ঘোষণা করে রাখার অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, জকিগঞ্জ পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত সমছু মিয়ার ছেলে রিকশা চালক আলী আহমদের বসতবাড়ি থেকে জোরপূর্বক সুপারী পাড়ার সময় বাধা দেওয়ায় পরিবারটিকে সমাজচুত্য করেন স্থানীয় সমাজপতিরা।

এ নিয়ে সিলেটের পুলিশ সুপারের কাছে গত রবিবার লিখিত অভিযোগ করেছেন রিক্সা চালক আলী আহমদ। 

ওই অভিযোগে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুর রহমান লিলু, সাবেক কাউন্সিলর মখদ্দছ আলী মন্টু, সুরুজ আলী, হারিছ আলীর ছেলে আব্দুল করিম, মৃত গিয়াস উদ্দিনের ছেলে নিজাম উদ্দিন, মৃত সাবু মিয়ার ছেলে বেলাল আহমদ, মৃত ছইদ আলীর ছেলে মুহিবুর রহমানকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগে আলী আহমদ দাবি করেন, পৈত্রিক সম্পত্তি মাথা গুজার ঠাঁই বসতবাড়িটি সমাজপতিরা গত বৃহস্পতিবার দখল করে সুপারী পাড়তে যায়। বাড়ির লোকজন তাতে বাধা দিলে তাদেরকে অভিযুক্তরা মারধর করতে যায়। পরে ওই অভিযুক্তরা বাড়ির ক্ষয়ক্ষতি করাসহ দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়। পরদিন গত শুক্রবার ২টার দিকে গন্ধদত্ত মসজিদে বসে কমিটির সভাপতি মখদ্দছ আলী মন্টু, ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুর রহমান লিলু, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক বেলাল আহমদ, প্রভাবশালী সুরুজ আলী ও আব্দুল করিম আলী আহমদের পরিবারকে সমাজচুত্য (একঘরে) করার ঘোষণা দেন।

এসময় তারা গ্রামের লোকজনকে বলেন, আলী আহমদ গংদের সঙ্গে কেউ কথা বলবে না। বিপদ আপদে কেউ আসবে না। তাদেরকে মসজিদে নামাজ আদায়ে বাধাসহ ছেলে-মেয়েদেরকে সকালে মক্তবে পড়তে কঠোর নিষেধ করেন।

অভিযোগে তিনি আরও উল্ল্যেখ করেন, সমাজপতিদের অন্যায় ও নিষ্ঠুর কার্যকলাপে বাড়ির লোকজন ঘরবন্দি অবস্থায় জীবনযাপন করছেন। ব্যক্তি স্বাধীনতার অবনতি ঘটেছে। দায়েরকৃত অভিযোগে রক্তপাতের আশঙ্কার কথা উল্লেখ করে আলী আহমদ বলেন, সমাজপতিদের বাধা নিষেধ অমান্য করে এখন বাড়ি থেকে বের হলে তারা জানে মেরে ফেলবে। ভ‚মি আত্মসাৎ করার চেষ্টায় এ ধরনের নিষ্টুর কার্যকলাপ করা হচ্ছে বলেও জানান আলী আহমদ।

এ ব্যাপারে দিনমজুর আলী আহমদ জানান, পৈত্রিক সম্পত্তি রক্ষায় ও জান মালের নিরাপত্তা চেয়ে ভ‚মি খেকো চক্রটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ সুপারের কাছে সমাজপতিদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছি। কাউকে সমাজচুত্য করা আইনবিরোধী কাজ। আমরা সমাজপতিদের নিষ্ঠুরতা শিকার হয়েছি।

এ প্রসঙ্গে মসজিদ কমিটির সভাপতি মখদ্দছ আলী মন্টুর সঙ্গে কথা হলে তিনি সমাজচুত্য করার বিষয়টি স্বীকার করেন। বিস্তারিত সরাসরি দেখা করে কথা বলবেন বলে জানান। 

ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুর রহমান লিলু বলেন, বিষয়টি নিয়ে সরাসরি কথা বলবেন। সমাজচুত্য করার বিষয়টি জানা নেই। মখদ্দছ আলী মন্টু যদি জেনে থাকেন তাহলে সেটা তার বিষয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তার জানান, রিক্সা চালক আলী আহমদকে সমাজচুত্য করার ঘটনাটি তাঁকে কেউ জানায়নি। তাঁর কাছে অভিযোগ আসলে তিনি ঘটনার সত্যতা যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।

ওএফ/আরসি-১৩