গোলাপগঞ্জ প্রতিনিধি
নভেম্বর ১৬, ২০২১
০৩:২০ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ১৬, ২০২১
০৩:২০ পূর্বাহ্ন
সিলেটের গোলাপগঞ্জে ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী বাছাই করতে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যেগে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি লুৎফর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিক আহমদ এর পরিচালনায় সভায় সভায় প্রধান বক্তা ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দীন খান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী বলেন, তৃনমূল নেতাকর্মীরা দলের প্রাণ। তৃনমূল নেতাকর্মীদের মনোনীত প্রার্থীর তালিকা কেন্দ্রে পাঠানো হবে। নির্বাচনে দলের মনোনীত প্রার্থীর পক্ষে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। সকলে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।
সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, কবির উদ্দিন, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অ্যাডভোকেট আব্বাছ উদ্দিন, আইন সম্পাদক অ্যাডভোকেট আজমল আলী, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক বুরহান উদ্দিন, বন ও পরিবেশ সম্পাদক মস্তাক আহমদ পলাশ, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মজির উদ্দিন, জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, জাকির হোসেন, মনজুর সাফি চৌধুরী এলিম, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আফছার আজিজ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জিল্লুর রহমান, রোকন উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু, দেলোয়ার হোসেন চুন্নু, আকবর আলী ফখর, সাংগঠনিক সম্পাদক খায়রুল হক, শিক্ষা বিষয়ক সম্পাদক কাজল কান্তি দাস, দপ্তর সম্পাদক নাজিমুল হক লস্কর, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ফরহাদ আহমদ, সহদপ্তর সম্পাদক হোসেন আহমদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শিলা, ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য কারী তোফায়েল আহমেদ জিলু, কামাল উদ্দিন, এম জেড আলম, ইসমাইল সিরাজী, আজমল আলীসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে প্রার্থী বাচাইয়ে প্রাথমিক ভাবে তৃণমূলের ভোটে ১৪ টা ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ফুলবাড়ি ইউনিয়ন থেকে আব্দুল হানিফ খান। তার নিকটতম প্রতিদ্বন্ধি আব্দুর রহমান খান সুজা পেয়েছেন ৫ ভোট। বুধবারি বাজার ইউনিয়নের হালিমুর রশীদ রাফু পেয়েছেন ১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি শাহিন আহমদ ৪, আব্দুর রকিব ১ ভোট পেয়েছেন। আমুড়া ইউনিয়নে সৈয়দ হাছিন আহমদ মিন্টু ৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি এম এ ওয়াদুদ এমরুল পেয়েছেন ৪ ভোট, নাজিমুল হক লস্কর ২ ভোট পেয়েছেন। বাদেপাশা ইউনিয়নে আলীম উদ্দিন বাবলু পেয়েছেন ১৩ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্ধি মস্তাক আহমদ পেয়েছেন ৭ ভোট।
ভাদেশ্বর ইউনিয়নে সেলিম উদ্দিন ও রুমেল সিরাজ যৌথ ভাবে পেয়েছেন ৭ ভোট ও আবু সুফিয়ান উজ্জ্বল পেয়েছেন ৬ ভোট। এছাড়াও অপর দুটি ইউনিয়ন লক্ষনাবন্দ ও ঢাকাদক্ষিণে কোন প্রার্থী চ‚ড়ান্ত করা হয় নি। এছাড়া সমঝোতার মাধ্যমে বাঘা ইউনিয়নে একক প্রার্থী হয়েছেন আব্দুস সামাদ, সদর ইউনিয়নে একক প্রার্থী হয়েছেন তুফজ্জুল আলী তোতা মিয়া, শরীফগঞ্জ ইউনিয়নে একক নির্বাচিত হয়েছেন এম এ মুমিত হীরা ও লক্ষিপাশা ইউনিয়নে মাহমুদ আহমদ চৌধুরী। এছাড়াও ঢাকাদক্ষিণ ও লক্ষনাবন্দ ইউনিয়নে এখনও প্রার্থী বাচাই করা হয়নি।
উল্লেখ্য, তফসিল অনুযায়ী চতুর্থধাপে গোলাপগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নে আগামী ২৩ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিল ২৫ নভেম্বর। বাছাই ২৯ নভেম্বর। আপিল ৩০ থেকে ২ ডিসেম্বর। আপিল নিষ্পত্তি ৩ থেকে ৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর।
আরসি-১৭