শাবিপ্রবিতে প্রথম আলোর ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শাবি প্রতিনিধি


নভেম্বর ১৭, ২০২১
০৬:৩৫ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ১৭, ২০২১
০৬:৪০ অপরাহ্ন



শাবিপ্রবিতে প্রথম আলোর ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রথম আলোর ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। প্রথম আলো বন্ধুসভা শাবিপ্রবি শাখার উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

মঙ্গলবার (১৬ নভেম্বর) রাতে সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি জানানো হয়। 

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি সেন্টারে কেক কেটে অনুষ্ঠানটি উদযাপন করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

এছাড়া দিনটি উদযাপন উপলক্ষে সংগঠনটির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, ক্রেস্ট প্রদান ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে শাবিপ্রবি বন্ধুসভার সাধারণ সম্পাদক আফসারা হোসেন হিমার সঞ্চালনায় ও সভাপতি মাইদুল ইসলাম মুরাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক জহির উদ্দিন আহমেদ, শাবিপ্রবি বন্ধুসভার উপদেষ্টা ও সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আশিস কুমার বণিক। এছাড়া আরো উপস্থিত ছিলেন শাবিপ্রবি বন্ধুসভার সাবেক সভাপতি বিকাশ সরকার, সাবেক সাধারণ সম্পাদক তানিম খন্দকার, বর্তমান সহ-সভাপতি সাকিব শাহরিয়ার ও মো মেহেদী হাসান, যুগ্মসাধারণ সম্পাদক মুনতাসীর সৌরভ, সাংগঠনিক সম্পাদক আরাফাত ইসলাম, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, যোগাযোগ সম্পাদক মাকসুদ আহমেদ নোবেল, মানববিষয়ক সম্পাদক মো তোফায়েল আহমেদ, দপ্তর সম্পাদক জাকির, ক্রীড়া সম্পাদক জাহিদ হাসান, দূর্যোগ ও ত্রাণ সম্পাদক শাহিন আলম, পাঠচক্র সম্পাদক রহিমা পারভীন রুহিসহ অন্যান্য বন্ধু সদস্যরা।

এইচ এন/বি এন-০৩