বিশ্বনাথ প্রতিনিধি
নভেম্বর ১৭, ২০২১
০৮:১৬ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ১৭, ২০২১
০৮:২৭ অপরাহ্ন
সিলেটের বিশ্বনাথে এনামুল হক (৩৫) নামের এক যুবককে রাতের আধারে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি উপজেলার দশঘর ইউনিয়নের বাউসী গ্রামের ইসাক আলীর ছেলে।
বুধবার (১৭ নভেম্বর) সকালে নিহতের বাড়ির সড়কে রক্তাক্ত ক্ষতবিক্ষত মৃতদেহ পাওয়া যায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। থানা পুলিশের প্রাথমিক ধারণা, রাতের যেকোনো সময় তাকে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে। তবে, কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানা যায়নি। তবে এ হত্যা কান্ডের সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের খুঁজে বের করতে পুলিশ তৎপর রয়েছে।
নিহতের ছোট ভাই নাজমুল হক জানান, পেশায় গাড়ি চালক এনাম দীর্ঘদিন ধরে কর্মহীন হয়ে বাড়িতে বসবাস করছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে রাতে আর ঘরে ফিরেননি তিনি। পরে বুধবার ভোরে বাড়ির রাস্তায় তার ক্ষতবিক্ষত মরদেহ পাওয়া যায়।
সরেজমিন গিয়ে দেখা যায়, বাড়ি থেকে ১০ গজের মধ্যে মূল সড়কে পড়েছিল এনামের রক্তাক্ত লাশ। ঘাতকের অস্ত্রের আঘাতে মুখ ও কপাল বিকৃত।
এ ব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ খুঁজে বের করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
এম এ/বি এন-০৬