বিশ্বনাথ প্রতিনিধি
নভেম্বর ১৭, ২০২১
০৮:২৩ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ১৭, ২০২১
০৮:২৩ অপরাহ্ন
সিলেটের বিশ্বনাথে পুকুর থেকে সুনিয়া বেগম (২০) নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার দেওকলস ইউনিয়নের পুরান সৎপুর গ্রামের সাবুল মিয়ার স্ত্রী।
মঙ্গলবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় বাড়ির পুকুর থেকে তার নিথর দেহ উদ্ধার করেন প্রতিবেশীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় থানা পুলিশ। ময়নাতদন্তের জন্যে সুরতহাল শেষে লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ।
স্থানীয় সূত্র ও সুনিয়ার স্বামীর পরিবারের লোকজন জানান, পেশায় রাজমিস্ত্রির সহযোগী গ্রামের সাবুল মিয়ার স্ত্রী সুনিয়াকে মঙ্গলবার বিকেলের পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তিনি ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। প্রতিবেশী ও সুনিয়ার বাবার বাড়িতেও তার খোঁজ করে সন্ধান পাওয়া যায়নি। এক পর্যায়ে বাড়ির পুকুর পাড়ে শৌচাগারে যাবার সময় পুকুরের পানিতে সুনিয়ার পরনের কাপড় ভাসতে দেখে তার ভাসুর কন্যা সামিয়া। এসময় তার চিৎকারে অন্যরা এগিয়ে এসে সুনিয়াকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করা হয়। তাৎক্ষণিক স্থানীয় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ পুলিশ থানার এসআই ইমরুল কবির বলেন, লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্যে সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার রিপোর্টের আলোকে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এম এ/বি এন-০৭