বড়লেখায় দুই ফার্মেসিকে ৪৫ হাজার টাকা জরিমানা

বড়লেখা প্রতিনিধি


নভেম্বর ১৭, ২০২১
০৯:৪৪ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ১৭, ২০২১
০৯:৪৪ পূর্বাহ্ন



বড়লেখায় দুই ফার্মেসিকে ৪৫ হাজার টাকা জরিমানা

মৌলভীবাজারের বড়লেখায় দ্ইু ফার্মেসিকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকেলে হাসপাতাল এলাকায় এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী। 

এ সময় মৌলভীবাজার ওষুধ প্রশাসন অধিদপ্তরের ওষুধ তত্ত্বাবধায়ক সিরাজুম মনিরা উপস্থিত ছিলেন।

আদালত সূত্র জানায়, যথাযথ তাপমাত্রায় ওষুধ সংরক্ষণ না করা, অনিবন্ধিত ওষুধ রাখা ও লাইসেন্স নবায়ন না থাকার অপরাধে রেদওয়ান ফার্মেসিকে ৩০ হাজার টাকা এবং শাপলা ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 


এ. জে/বি এন-১১