নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৭, ২০২১
১১:৫১ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ১৭, ২০২১
১১:৫১ অপরাহ্ন
সিলেটের কুমারগাঁওয়ে পরিবহন শ্রমিক ও এলাকাবাসীর সংঘর্ষ হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায়কে কেন্দ্র করে কথা কাটাকাটির জের ধরে সৃষ্ট সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
আজ বুধবার (১৭ নভেম্বর) দুপুরে সিলেটের কুমারগাঁও বাস টার্মিনালে সিএনজি অটোরিকশার এক যাত্রীর সঙ্গে ভাড়া নিয়ে বাকবিতণ্ডার জেরে সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে অটোরিকশা শ্রমিকদের হামলায় ১০/১২টি বাস ভাঙচুর করা হয়।
স্থানীয়রা জানান, কুমারগাঁও বাস স্ট্যান্ডে এক যাত্রীর কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছিলেন এক অটোরিকশা চালক। এ নিয়ে যাত্রী ও অটোরিকশা চালকের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ নিয়ে ওই যাত্রীকে সিএনজি অটোরিকশা চালকরা মিলে মারধর করেন। এ সময় বাস শ্রমিকরা যাত্রীর পক্ষ নিয়ে অটোরিকশা চালকের উপর ক্ষিপ্ত হন।
এক পর্যায়ে কুমারগাঁও স্ট্যান্ডের বাস শ্রমিকরা অটোরিকশা চালক ও যাত্রীদের মারধর করছেন জেনে অটোরিকশা শ্রমিক সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে বাস স্ট্যান্ডে হামলা করেন। এ সময় ইট-পাটকেল নিক্ষেপ ও ১০ থেকে ১২টি বাস ভাঙচুর করা হয়।
ঘটনার সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার বিএম আশরাফ উল্লাহ তাহের।
তিনি জানান, খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরসি-১১