কুলাউড়া প্রতিনিধি
নভেম্বর ১৮, ২০২১
০৮:৪০ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ১৮, ২০২১
০৮:৪৭ পূর্বাহ্ন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় নির্বাচনী আচরণবিধি অবহিতকরণ ও আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা বৃহস্পতিবার (১৮ নভেম্বর) পৌরমিলনায়তনে অনুষ্ঠিত হয়।
কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। স্বাগত বক্তব্য দেন কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম সজল মোল্লা।
বিশেষ অতিথির বক্তব্য দেন- অতিরিক্ত পুলিশ সুপার হাসান মো. নাসের, কুলাউড়া পৌরসভার মেয়র সিপার উদ্দিন আহমদ, জেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার কুলাউড়া সার্কেল সাদেক কাওছার দস্তগীর, অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়, উপজেলা নির্বাচন অফিসার আহসান ইকবাল।
মতবিনিময় সভায় বিভিন্ন বিষয়ে জানতে চেয়ে বক্তব্য দেন চেয়ারম্যান প্রার্থী জাফর আহমদ গিলমান, মমদুদ হোসেন, কমর উদ্দিন আহমদ কমরু, হাবিবুর রহমান সালাম, একেএম নজরুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, কেউ নির্বাচনে জোর কিংবা প্রভাব খাটানোর চেষ্টা করা মানে রাষ্ট্রের বিরুদ্ধে চ্যালেঞ্জ করা। এসব চিন্তা বাদ দিয়ে যারা আপনাদের নির্বাচিত করবে তাদের কাছে যান। নির্বাচনী আচরণ বিধিগুলো মেনে চলতে হবে। নয়তো লাল কিংবা হলুদ কার্ড পাবেন। এখানে কোন ধরনের ছাড় দেয়া হবে না।
জে এইচ/বি এন-০৬