ওসমানীনগর প্রতিনিধি
নভেম্বর ১৮, ২০২১
১০:৫৫ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ১৮, ২০২১
১০:৫৫ অপরাহ্ন
সিলেটের ওসমানীনগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোট ১২ হাজার টাকা জরিমানা হয়েছে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার গোয়ালাবাজারে শেরপুর হাইওয়ে থানা পুলিশ এবং ওসমানীনগর থানার যৌথ সহযোগীতায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার নীলিমা রায়হানা।
এ সময় অভিযানে রাস্তার পাশে অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ হাজার টাকা ও সড়ক পরিবহন আইনে একজন বাইক চালককে ৫ হাজার টাকাসহ সর্বমোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) নীলিমা রায়হানা বলেন, অবৈধভাবে ফুটপাথ দখল করে ব্যবসায় করার জন্য প্রত্যেক ব্যবসায়ীকে সর্তকতামূলক জরিমানা করা হয়েছে। তারা সংশোধিত না হলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইউ ডি/বি এন-১২