শ্রীমঙ্গল প্রতিনিধি
নভেম্বর ১৯, ২০২১
০৭:২৭ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ১৯, ২০২১
০৭:২৭ পূর্বাহ্ন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেসরকারি প্রতিষ্ঠান বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের মেছোবাঘটি আবার ও বাচ্চা দিয়েছে।
শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, শুক্রবার (১৯ নভেম্বর) ভোরবেলা মেছোবাঘটি তার নিজের খাঁচায় একটি বাচ্চা জন্ম দেয়। জন্মের পর তার মাসহ আলাদা করে পৃথক একটি খাঁচায় রাখা হয়েছে এবং প্রয়োজনীয় সেবা-যত্ন দেয়া হচ্ছে। বাচ্চা ও মা উভয়ই ভালো আছে।
মেছোবাঘটি ৪র্থ বারের মতো বাচ্চা দিয়েছে।
চারবারে এই নিয়ে ৬টি বাচ্চা দিয়েছে। এর আগেও বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে অজগর সাপ, লজ্জাবতী বানর, মায়া হরিণ, চিত্র হরিণ, সোনালী বিড়াল, কালেম পাখি, বন মোরগ আর অনেক প্রাণী বংশ বৃদ্ধি করে আসছে। বাচ্চাটির উপযুক্ত বয়স হলে লাউয়াছড়া বনে অবমুক্ত করা হবে।
জি কে/বি এন-০২