মহিলা পুলিশের ব্যারাক ও ব্যাডমিন্টন মাঠ উদ্বোধন

জৈন্তাপুর প্রতিনিধি


নভেম্বর ২০, ২০২১
১২:২১ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ২০, ২০২১
১২:২১ পূর্বাহ্ন



মহিলা পুলিশের ব্যারাক ও ব্যাডমিন্টন মাঠ উদ্বোধন

সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের অর্থায়নে মহিলা পুলিশের জন্য একটি নতুন ব্যারাক ও পুলিশ সদস্যদের বিনোদনের জন্য ব্যাডমিন্টন মাঠ উদ্বোধন করা হয়েছে।  

সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন আহমদ এসব উদ্বোধন করেন।

উদ্বোধকের বক্তব্যে তিনি বলেন, এখন পুলিশের প্রতি মানুষের আস্থা বিশ্বাস অর্জন হয়েছে ৷ পুলিশের চাকুরির জন্য আবেদন করছে ৷ যত দিন চাকুরি করবেন আত্মসম্মানের সঙ্গে হালাল রুজি মাধ্যমে চাকুরী করবেন ৷ পরে তিনি আনুষ্ঠানিক ভাবে থানা পুলিশের অর্থায়নে নির্মিত মহিলা পুলিশ সদস্যের ব্যারাক ও ব্যাটমিন্টন মাঠ ফিতা কেটে উদ্বোধন করেন ৷ 

এসময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদে, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার, ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ, গোয়াইনঘাট কলেজের প্রিন্সপাল ফজলুল হক ৷ 

আরকেএস/আরসি-১২