শাবিপ্রবি প্রতিনিধি
নভেম্বর ২০, ২০২১
০২:১২ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ২০, ২০২১
০২:১৩ পূর্বাহ্ন
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববদ্যালয় (শাবিপ্রবি) শাখার ১২তম আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মো. রাজু শেখকে আহ্বায়ক ও তানভীর রহমানকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
আজ শুক্রবার (১৯ নভেম্বর) রাতে সংগঠন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন চলাপ্রু মারমা, সামিউল এহসান, ইউশা রশিদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর ১২ তম কাউন্সিল উপলক্ষে ক্যাম্পাসের অর্জুনতলা থেকে একটি মিছিল বের করা হয়। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষায় ভর্তির নামে বাণিজ্য করা হচ্ছে। এতে শিক্ষার্থীদের কাছ থেকে দুইবার ভর্তির আবেদন ফি নেওয়া হচ্ছে। এটি সম্পূর্ণ বাণিজ্যিক চিন্তা ভাবনা। তাই আমরা দ্বিতীয় মেয়াদের ভ ভর্তির আবেদন ফি বাতিলের জোর দাবি জানাচ্ছি। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ব্যবস্যায়িক প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে। তাছাড়া করোনাকালীন সময়ে ক্যাম্পাসে গাছ কাটা, পরিবহন সংকট, টং উচ্ছেদ করাসহ শিক্ষার্থীদের বিভিন্নভাবে হয়রানিমূলক কর্মকান্ড করা হয়েছে। আমরা দ্রুত এই সমস্যার প্রতিকার চাই।
আরসি-১৭