সিলেটে বিএনপির গণ অনশন

নিজস্ব প্রতিবেদক


নভেম্বর ২০, ২০২১
০৭:৫২ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ২০, ২০২১
০৭:৫২ অপরাহ্ন



সিলেটে বিএনপির গণ অনশন

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেটেও গণ অনশন কর্মসূচি পালন করেছে বিএনপি। সিলেট জেলা ও মহানগর বিএনপি পৃথকভাবে এ কর্মসূচি পালন করে। 

আজ শনিবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গণ অনশন কর্মসূচি শুরু করে মহানগর বিএনপি। বেলা ১১টায় রেজিস্ট্রারি মাঠে একই কর্মসূচি শুরু করে সিলেট  জেলা বিএনপি। কর্মসূচিতে বিএনপির অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীরাও অংশ নেয়।

এসময় নেতৃবৃন্দ বলেন, ‘বিএনপি ও জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করতে সরকার খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত না করে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। তাকে সাধারণ নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।’

বক্তারা খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য দ্রুত তাকে বিদেশ পাঠানো ও নিঃশর্ত মুক্তির দাবি জানান।


এএফ/০১