সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ২০, ২০২১
১১:৩৭ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ২১, ২০২১
১২:১৪ পূর্বাহ্ন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গোলাপগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল।
সিলেট জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, বেগম খালেদা জিয়া একজন বায়োজ্যেষ্ঠ মানুষ। শারীরিক নানা জটিলতায় তিনি বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। এ মুহুর্তে তার উন্নত চিকিৎসার খুবই প্রয়োজন। কিন্তু বার বার খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যাওয়ার সুযোগ প্রদানের জন্য সরকারের কাছে অনুরোধ জানানোর পরও প্রতিহিংসাপরায়ণ ফ্যাসিস্ট এ সরকার খালেদা জিয়াকে তিলে তিলে মারার চেষ্টা করছে। যার জন্য বিদেশ গিয়ে উন্নত চিকিৎসার সুযোগ দিচ্ছে না।
আজ শনিবার (২০ নভেম্বর) বাদ জোহর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তেব্যে এই কথা বলেন। গোলাপগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে উপজেলার ঢাকা দক্ষিণ বাজারে এ কর্মসূচি পালিত হয়।
দোয়া ও মিলাদ মাহফিলপূর্ব সংক্ষিপ্ত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে ধানের শীষের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী আরও বলেন. সারাদেশে চরম অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। হু হু করছে বাড়ছে নিত্যপণ্যসহ সব কিছুর দাম। এ অবস্থায় সারাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে অগণতান্ত্রিক এ সরকারকে ক্ষমতা থেকে সরাতে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তানজিম আহাদের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য দেলোয়ার হোসেন মান্নার পরিচালনায় বিশেষ অতিথি ও উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নোমান উদ্দিন মুরাদ, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতাউর রহমান উতু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন, শাহাজাহান আহমদ, আবুল কালাম খোকন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক কামাল আহমদ, আব্দুল আজিজ মুন্না, উপজেলা যুবদলের সদস্য জিয়াউদ্দিন, মিজানুর রহমান, সালাই আহমদ, মহসিন ইসলাম, উপজেলা যুবদল নেতা তানুর আহমদ, ঢাকা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সালমান আহমদ, ইউনিয়ন বিএনপি নেতা আনোয়ার হোসেন, সিলেট মহানগর ছাত্রদলের সহ-বৃত্তি ও ছাত্র কল্যান সম্পাদক শাহারিয়ার মতিন অভি, ঢাকা দক্ষিণ সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক এমরান আহমদ, মান্না আহমদ, সদস্য ফাহিম আহমদ, ছাত্রনেতা কামরান আহমদ, সানি আহমদ, প্রজন্ম ৭১ এর যুগ্ম আহ্বায়ক নিশান আহমদ প্রমুখ।
আলোচনা শেষে বিশেষ মুনাজাত করেন মাওলানা জাকারিয়া আহমদ। মুনাজাতকালে খালেদা জিয়ার দীর্ঘায়ু ও দ্রুত সুস্থতা কামনা করা হয়।
আরসি-০৫/এএফ/০২