খেলার মাঠে হঠাৎ দর্শক

খেলা ডেস্ক


নভেম্বর ২০, ২০২১
০৮:০১ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ২০, ২০২১
০৮:০৩ অপরাহ্ন



খেলার মাঠে হঠাৎ দর্শক

পাকিস্তান বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। সেই ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৭ রান করে টাইগাররা। এই রান তাড়া করতে নেমে দারুণ ছন্দে খেলতে শুরু করে পাকিস্তান। তবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সাক্ষী হলো আরো এক নতুন ঘটনায়!

গ্যালারি থেকে এক দর্শক ডুকে গেলো মাঠে। এটা অবশ্য ক্রিকেটারদের জন্য নতুন কিছু না। সর্বশেষ ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলছিলো বাংলাদেশ। তখনও মাঠে দর্শক প্রবেশ করে। সেই দর্শক দৌড়ে গিয়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবকে ফুল দেন। আর আজ পাকিস্তানারে বিপক্ষে ম্যাচের ১৩ ওভার শেষে এক দর্শক মাঠে প্রবেশ করে। মাঠ কর্মী এবং বিসিবির সিকিউরিটিকে ফাঁকি দিয়ে সরাসরি চলে যায় মোস্তাফিজের কাছে।

করোনার কথা হয়তো সেই দর্শকের মাথায় ছিলো তাই হয়তো ক্রিকেটারকে স্পর্শ করেননি তিনি। শুধু মোস্তাফিজের পায়ের কাছে শুয়ে পরে সম্মান জানায় এই দর্শক। অবশ্য সাথে সাথে মাঠে প্রবেশ করে বিসিবির সিকিউরিউটি এবং তাকে নিয়ে যাওয়া হয় মাঠের বাহিরে। এখন পর্যন্ত জানা যায়নি তার নাম ও ঠিকানা।

করোনা বায়োবাবলের কারণে এরপর সেই ওভারের প্রথম বল করার পর তুলে নেওয়া হয় মুস্তাফিজকেও।