বড়লেখা প্রতিনিধি
নভেম্বর ২০, ২০২১
০৩:০০ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ২০, ২০২১
০৩:০০ অপরাহ্ন
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী শাহাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কৃষকবান্ধব সরকার। এ দেশের দরিদ্র কৃষকদের কথা চিন্তা করে শেখ হাসিনার সরকার ভর্তুকি দিয়ে কৃষকদের সার, বীজ, কীটনাশকসহ কৃষি উপকরণ বিতরণ করছে। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সহযোগিতা ও আপনাদের অক্লান্ত পরিশ্রমের কারণে বাংলাদেশ আজ খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ।
মন্ত্রী আজ শনিবার (২০ নভেম্বর) দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৪ হাজার ৩০০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল জাতের বোরো ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, কুচক্রীরা এখনও দেশের উন্নয়ন অগ্রযাত্রার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। মহামারী করোনা ভাইরাসও দেশের উন্নয়ন বাধাগ্রস্থ করতে পারেনি। মনোযোগ সহকারে আধুনিক পদ্ধতি অনুসরণ করে চাষাবাদ চালিয়ে কৃষকদের দুর্বার গতিতে কৃষিকে এগিয়ে নিতে হবে।
মন্ত্রী বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। এ চিন্তা থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের পানির সেচ সুবিধার জন্য বোরো মৌসুমে ডিজেল কেনার টাকাসহ নানা ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছেন। একজন কৃষক ১০ টাকায় ব্যাংকে অ্যাকাউন্ট খোলার সুযোগ পেয়েছেন। উদ্দেশ্য হচ্ছে যাতে কৃষক কম খরচে ফসল উৎপাদন করতে পারেন। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে। অথচ বিএনপি সরকারের সময় সেচ সুবিধার জন্য বিদ্যুৎ চাইতে গিয়ে চাঁপাইনবাবগঞ্জের কানশাটে এবং সারের দাবিতে আন্দোলন করতে গিয়ে দিনাজপুরে কৃষকরা গুলিবিদ্ধ হন।
শাহাব উদ্দিন আরও বলেন, কৃষকদের প্রতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অপরিসীম দরদ ছিল বলেই তার সরকারের সময় বিএডিসির মাধ্যমে কৃষকদের সাহায্যে কর্মসূচি হাতে নিয়েছিলেন। বঙ্গবন্ধুর পথ অনুসরণ করে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকসহ এ দেশের মানুষের জীবন মানোন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন। দেশ খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনসহ দেশের অভ‚তপূর্ব উন্নয়ন গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে।
বড় লেখা উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তর উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী। এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দেবল সরকার।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এএসএম রাশেদুজ্জামান বিন হাফিজের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ তাজ উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা কৃষক লীগের আহবায়ক আব্দুল লতিফ, পৌরসভার প্যানেল মেয়র আলী আহমদ চৌধুরী জাহিদ প্রমুখ।
এজেএল/আরসি-১৩