রাজনগরে কমিউনিটি ক্লিনিকে চুরি

রাজনগর প্রতিনিধি


নভেম্বর ২০, ২০২১
০৩:১২ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ২০, ২০২১
০৩:১২ অপরাহ্ন



রাজনগরে কমিউনিটি ক্লিনিকে চুরি

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় একটি কমিউনিটি ক্লিনিকের স্ট্যান্ড ফ্যান, নগদ টাকা ও বাথরুমের ফিটিংস নিয়ে গেছে চোরেরা।

স্বাস্থ্য বিভাগের লোকজন, রাজনগর থানার পুলিশ, রাজনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চুরির ঘটনাটি ঘটেছে মশুরিয়া কমিউনিটি ক্লিনিকে।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের মুশুরিয়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি রুমেনা বেগম সহ অন্যান্যরা বৃহস্পতিবার বিকেলে ক্লনিক বন্ধ করে চলে যান। আজ শনিবার (২০ নভেম্বর) সকালে ক্লিনিক খুলতে গিয়ে দেখেন প্রধান গেইটের তালা ভাঙ্গা। পরে তিনি ভিতরে প্রবেশ করে ঔষধ রাখার কক্ষের দরজার তালাও ভাঙ্গা দেখেন। এসময় একটি স্ট্যান্ড ফ্যান, নগদ ২ হাজার ৪৫০ টাকা ও বাথরুমের ফিটিংস খুলে চোরেরা নিয়ে গেছে দেখেন। তিনি বিষয়টি সিএসজি কমিটি ও উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেন।

সিএসজি কমিটির সদস্য আছাদ খান জানান, চুরির খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। বিষয়টি কর্তৃপক্ষ ও পুলিশকে জানানো হয়েছে। এর আগেও একবার ক্লিনিকটিতে চুরির ঘটনা ঘটেছিল।

এসএফ/আরসি-১৪