সিলেটে টিকটক করতে গিয়ে নদীতে পড়ে কিশোর নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক


নভেম্বর ২১, ২০২১
০৪:৪৭ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ২১, ২০২১
০৪:৪৭ পূর্বাহ্ন



সিলেটে টিকটক করতে গিয়ে নদীতে পড়ে কিশোর নিখোঁজ

সিলেটে টিকটক ভিডিও বানাতে গিয়ে সুরমা নদীতে পড়ে এক কিশোর নিখোঁজ হয়েছেন। আজ শনিবার (২০ নভেম্বর) দুপুর দুইটার দিকে নগরের কাজির বাজার ব্রীজ থেকে পড়ে গিয়ে ওই কিশোর নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যা পর্যন্ত সন্ধান করেও তাকে উদ্ধার করতে পারেনি।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর দুইটার দিকে কাজিরবাজার সেতুর উপরে রেলিংয়ে ওঠে একদল শিশু-কিশোর টিকটক করছিল। এ সময় এক কিশোর সুরমা নদীতে পড়ে গিয়ে মুহুর্তে তলিয়ে যায়। পরে আরেক পথশিুশুর খবরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযানে নামে। তবে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে ওই কিশোরকে উদ্ধার করা যায়নি। পরে এ দিনের মতো অভিযান সমাপ্ত ঘোষণা করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শনিবার রাত পর্যন্ত ওই কিশোরের নাম পরিচয় কিছু জানা যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সিলেট সদরের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. বেলার হোসেন সিলেট মিররকে বলেন, ‘শনিবার দুপুরে এক পথশিশু আমাদের এরকম একটি খবর দেয়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল অভিযানে নামে। কিন্তু সন্ধ্যা পর্যন্ত আমরা নিখোঁজের সন্ধান পাইনি। আলো চলে গেলে আমাদের ডুবুরি দল আর অভিযান পরিচালনা করতে পারে না। তাই শনিবারের মতো আমরা অভিযান সমাপ্ত ঘোষণা করেছি। রবিবার সকাল থেকে আবার অভিযান শুরু হবে।’

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, ‘শুনেছি এখানে কিছু পথশিশু টিকটক করছিল। যে নিখোঁজ হয়েছে সেও একজন পথশিশু। তবে স্থানীয়রা কেউ তার নাম পরিচয় জানাতে পারেনি।’

এনএইচ/আরসি-১৬