রাজনগর প্রতিনিধি
নভেম্বর ২০, ২০২১
০৪:৩৫ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ২০, ২০২১
০৪:৩৫ অপরাহ্ন
রাজনগর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক প্রয়াত সাংবাদিক, কবি, সংস্কৃতিকর্মী আহমেদ ফয়সল আজাদ ছিলেন একজন সর্বজনিন প্রিয় ব্যাক্তিত্ব। মিশুক আর মুচকি হাসির লোক ছিলেন ফয়সল ভাই। প্রায়ই মনেপড়ে মানুষটির কথা। কোন প্রয়োজন ছাড়াই মোটফোনে কল দিয়ে খবরাখবর নিতেন।
শুক্রবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রয়াত ফয়সল ভাইয়ের স্মরণে 'বিরহ দহণ' স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। স্মারকগ্রন্থটির সম্পাদক সাংবাদিক ও লেখক মোস্তাক চৌধুরীর।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সম্পাদক মিছবাহুর রহমান।
উপস্থিত ছিলেন মৌলানা মোফাজ্জল হোসেন মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ ইকবাল, রাজনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মনসুরনগর ইউপি চেয়ারম্যান মিলন বখত, লেখক ও গবেষক দীপংকর মোহান্ত, মুন্সিবাজার ইউপি চেয়ারম্যান ছালেক আহমদ, রাজনগর উপজেলা পূঁজা উদযাপন পরিষদের সভাপতি কেতকি রঞ্জন ভট্টাচার্য, সম্পাদক অসিত দেব, ডা. স্নেহাশিস ঘোষ।
বক্তব্য রাখেন, প্রয়াত সাংবাদিক আহমদ ফয়সাল আজাদের পিতা আহাদ মিয়া, কবি ইন্দ্রজিত দেব, খছরু চৌধুরী, রাজনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুর রহমান সোহেল, মুহিদুর রহমান, প্রয়াত সাংবাদিক আহমদ ফয়সাল আজাদের ভাই হুমায়ুন রশিদ, সাংবাদিক আক্তার হোসেন, তামান্না আক্তার প্রমুখ। আল্লাহ পাক যেন ফয়সল ভাইয়ের ভুলত্রুটি ক্ষমা করে জান্নাত নসিব করেন সে দোয়াই করি।
এসএফ/আরসি-০১