সাস্ট ক্লাব'র ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন 'ভার্সিটি গেইট'

শাবি প্রতিনিধি


নভেম্বর ২১, ২০২১
০৮:১৫ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ২১, ২০২১
০৮:১৭ অপরাহ্ন



সাস্ট ক্লাব'র ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন 'ভার্সিটি গেইট'

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাবেক শিক্ষার্থীদের সংগঠন 'সাস্ট ক্লাব লিমিটেড'র উদ্যোগে 'সাস্ট ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট-২১' অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে টিম ভার্সিটি গেইট ও রানার্সআপ আপ হয়েছে টিম এক কিলো। 

শনিবার (২০ নভেম্বর) সকালে সিলেটের নিকুঞ্জ আবাসিক এলাকায় টুর্নামেন্টের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।  

এসময় উপাচার্য বলেন, সাস্ট ক্লাবের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে সকলের অংশগ্রহণ ও আনন্দঘন উপস্থিতি এ টুর্নামেন্টকে সাফল্যমন্ডিত এবং ভ্রাতৃত্বের মেলবন্ধনকে দৃঢ় করবে। এসময় সকলের সুস্বাস্থ্য কামনা করে সবাইকে উক্ত প্রতিযোগিতায় উপস্থিত থাকার আমন্ত্রণ জানান।

টুর্নামেন্টে বারো অভারের খেলায় ১ম পর্বে ভার্সিটি গেইট বনাম গোলচত্তর এবং এক কিলো বনাম চেতনা-৭১ এর মাঝে অনুষ্ঠিত হয়। এরপর ফাইনালে অংশ নেন ১ম পর্বে বিজীত ভার্সিটি গেইট ও এক কিলো। ফাইনালে এক কিলোকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভার্সিটি গেইট থেকে এবং রানার্সআপ হয়েছে এক কিলো। 

দিনব্যাপী এ খেলায় সাস্ট ক্লাব লিমিটেড'র কার্যনির্বাহী সদস্য, সাধারণ সদস্য ও সাবেক-বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এদিকে ঢাকাস্থ সাস্ট ক্লাব লিমিটেড'র কার্যালয়ে টুর্নামেন্টের ট্রফি তুলে দেওয়া হবে। 

এইচ এন/বি এন-০৪