সিলেটে সোমবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক


নভেম্বর ২১, ২০২১
১০:১০ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ২১, ২০২১
১০:১৫ অপরাহ্ন



সিলেটে সোমবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

-ফাইল ছবি

পাঁচ দফা দাবি আদায় না হওয়ায় সিলেট বিভাগজুড়ে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগ।

আগামীকাল সোমবার (২২ নভেম্বর)  ভোর ৬টা থেকে শুরু হবে অনির্দিষ্টকালের এ পরিবহন ধর্মঘট। ধর্মঘটে সিলেটে সব ধরণের পরিবহন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

শ্রমিকদের পাঁচ দফা দাবিগুলো হচ্ছে, সিলেট জেলা অটোটেম্পু ও অটো রিকশাচালক শ্রমিক জোটের ত্রি-বার্ষিক নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং প্রহসনমূলক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তথাকথিত ঘোষিত কমিটি বাতিল করা ও মনোনয়ন ফি বাবদ আদায় করা লাখ লাখ টাকা ফেরত দেওয়াসহ সিলেটের আঞ্চলিক শ্রম দপ্তরের উপপরিচালককে প্রত্যাহার; সিলেট জেলা বাস, মিনিবাস কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতাদের ওপর কোতোয়ালি থানায় দায়ের করা মামলা প্রত্যাহার; সিলেটের ট্রাফিক ও হাইওয়ে পুলিশের হয়রানি বন্ধ; মেয়াদোত্তীর্ণ সেতুতে (শেরপুর সেতু, শেওলা সেতু, লামাকাজী সেতু, ফেঞ্চুগঞ্জ সেতু ও শাহপরান সেতু) টোল আদায় বন্ধ এবং সিলেটের চৌহাট্টাসহ নগরীর বিভিন্ন স্থানে কার, মাইক্রোবাস, লেগুনা, সিএনজিচালিত অটোরিকশাসহ ছোট গাড়ির জন্য পার্কিংয়ের ব্যবস্থা করা।

অনির্দিষ্টকালের ধর্মঘট বাস্তবায়নে আজ রবিবার বিকেলে দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টে নিজেদের অস্থায়ী কার্যালয়ে সভা করেন পরিবহন নেতারা।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি আবু সরকারের সভাপতিত্বে সভায় সংগঠনের সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সজিব আলীসহ ১৪টি বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দ অংশ নেন।

সভা শেষে শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি আবু সরকার বলেন, ‘১৭ ফেব্রুয়ারি চৌহাট্টায় উচ্ছেদের নামে সিটি করপোরেশনের শ্রমিকরা ২২টি গাড়ি ভাংচুর করেন। এ নিয়ে সুশীল সমাজের প্রতিনিধিদের উপস্থিতিতে সভায় সিদ্ধান্ত হয় ক্ষতিপূরণ পাচ লাখ টাকা এবং আমাদের শ্রমিক নেতাদের উপর করা মামলা প্রত্যাহার করা হবে। ক্ষতিপূরণের টাকা দিলেও মামলা এখনও প্রত্যাহার করেননি মেয়র। মামলা প্রত্যাহারসহ পাঁচটি ন্যায্য দাবি আদায়ে আমরা অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকতে বাধ্য হয়েছি।’

তবে ধর্মঘট চললেও এসএসসি পরীক্ষার্থী, রোগী ও বিদেশযাত্রীরা এর আওতায় থাকবেন বলে তিনি জানান। 


এএফ/০২