ঢাকার সেই প্রাইভেট কারচালক স্কুলছাত্র চুয়াডাঙ্গায় মাসহ আটক

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ২২, ২০২১
১২:১৭ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ২২, ২০২১
১২:১৭ পূর্বাহ্ন



ঢাকার সেই প্রাইভেট কারচালক স্কুলছাত্র চুয়াডাঙ্গায় মাসহ আটক

রাজধানীর বেইলি রোডে বেপরোয়া প্রাইভেটকার চাপায় রিকশা আরোহী ছয় মাসের শিশুসহ তিনজন আহতের ঘটনায় চালক দশম শ্রেণির শিক্ষার্থী তাসকিনকে আটক করেছে পুলিশ।

প্রাইভেট কারচালক তাসকিনের বাসা রাজধানীর মগবাজারে; উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের দশম শ্রেণির ছাত্র সে।

ভুক্তভোগীদের অভিযোগ ফাঁকা রাস্তায় নিয়মনীতির তোয়াক্কা না করে রেস করছিল অভিযুক্ত তাসকিন। দুর্ঘটনায় গুরুতর আহত শিশু ও তার বাবার চিকিৎসা চলছে রাজধানীর আলাদা দুটি বেসরকারি হাসপাতালে।  অভিযুক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পরিবারের।

শুক্রবার (১৯ নভেম্বর) বিকেল ৫টায় রাজধানীর রমনা মিন্টো রোডের ফাঁকা রাস্তায় বেপোরায়ভাবে ছুটে আসে ঢাকা মেট্রো-গ-৩৫-২২৬৩ সিরিয়ালের কালো রঙের একটি গাড়ি। যমদূতের মতো মুহূর্তেই সব চুরমার। রিকশায় থাকা ফকরুল ও তার সাড়ে ৬ মাসের ছেলে শিশুটি ছিটকে পড়ে মাটিতে।

প্রত্যক্ষদর্শীরা আহতদের উদ্ধার করে ভর্তি করেন হাসপাতালে। দুর্ঘটনায় ফকরুলের হাতের হাড় ও তার ছেলের পায়ের হাড় ভেঙেছে। বর্তমানে শিশুটি চিকিৎসা চলছে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে।

স্বজনরা বলছেন, অনেক কষ্ট হচ্ছে। শিশুটির ব্যথার যন্ত্রণা সহ্য করতে পারছি না। তার চিকিৎসার জন্য অনেক হাসপাতাল বদলাতে হয়েছে।

এ ঘটনায় মেহেরপুর জেলা পুলিশের সহযোগিতায় চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানাধীন হাট বোয়ালিয়া নতুন বাজার এলাকা থেকে তাসকিন ও তার মা সুমাইয়া শারমিনকে আটক করেছে ডিএমপির তেজগাঁও বিভাগ।

এদিকে চুয়াডাঙ্গা থেকে চালক তাসকিনকে আটক করে ঢাকায় নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ কমিশনার হাফিজ আল ফারুক।

আরসি-১৩